প্রকাশিত: Fri, Dec 23, 2022 4:13 PM
আপডেট: Sun, May 11, 2025 10:38 PM

সাকিব ও তাইজুলের স্পিন ঘূর্ণিতে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ

এল আর বাদল: মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ও ভারত দুই দলই লড়াইয়ে টিকে আছে। বাংলাদেশ লড়াইয়ে ফিরেছে মূলত সাকিব আর তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে। মিরপুরে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয়েছে ভারত। জবাবে শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান করেছে টাইগাররা।  দিন শেষে ৮০ রানে পিছিয়ে আছে লাল-সবুজের দেশ।

আগের দিনের ১০ রান নিয়ে ব্যাট করতে নামা লোকেশ রাহুল কোনো রান না যোগ করেই ফেরেন তাইজুলের শিকার হয়ে। এরপর দলীয় ৩৮ রানে তাইজুলের স্পিনে কাটা পড়েন আরেক ওপেনার শুভমান গিল। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হত চেতেশ্বর পুজারা। লাঞ্চের পরপরই আঘাত হানেন তাসকিন। বিরাট কোহলিকে কট বিহাইন্ডে ফেরান এই পেসার।

৯৪ রানে ৪ উইকেট হারানোর পরই পঞ্চম উইকেটে রিশাভ পান্ত ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। পান্ত তুলে নেন ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি। শ্রেয়াসও পান পঞ্চম ফিফটির দেখা। ৯৩ রান করা পান্তকে ফিরিয়ে ১৫৯ রানের লম্বা জুটি ভাঙেন মেহেদি মিরাজ। এরপর সাকিবের জোড়া আঘাতের শিকার হয়ে ফেরেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। আবারও সাকিব জাদুতেই শেষ হয় সফরকারীদের ইনিংস। তাইজুল ও সাকিব তুলে নেন চারটি করে উইকেট। সম্পাদনা: খালিদ আহমেদ